Medical Aid Program-2016 (1): Afrin Wants To Be A Light Lamp
Victim's name: Afrin Hossain Pori Desease: Retino Blastoma (Left eye gone, Need treatment for the right eye) Victim’s home district: Meherpur Amount needed: About 20 Lakhs Tk
Fund transferred: 43500 Tk Date: 03/23/2016 (Wednesday) Location: Rabindra Sorobor, Dhaka Host/Organizer: Tahmina Akter Trisha, Blood Fighters Organization MMJF Representative: Sajadur Rahman Saju (Volunteer, BUET, Dhaka) Mohammad Abdullahil Shafi (Volunteer, BUET, Dhaka) Donation Collection detail by MMJF: Had a fund of about 40000 Tk from 9-month old Noman who died from a 10.5 mm hole in heart in August, 2015. Some new donations came for Afrin that makes a total of 44000 Tk (576.80 USD) Fund Transfer Post by the Host on FB Event Page: https://www.facebook.com/events/478916912316653/permalink/492346000973744/ Fund Raising Detail for Afrin by the Host: (https://www.facebook.com/events/478916912316653/493651757509835/) আফরিন হোসেন। পরীর মত সাত বছরের ছোট্ট মেয়ে। আপনি কিছু বললেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। কত কিউট মেয়েটি। কেমন মায়া কাড়া চেহারা! আদর করতে ইচ্ছে হবে আপনার। আপনি ভাবছেন সে বুঝি আপনাকে দেখছে? না। সে আপনাকে দেখতে পাচ্ছে না। তার দুইটা চোখই নষ্ট। ২০০৯ সালে যখন তার বয়স দেড় বছর তখনই চোখে ক্যান্সার (Retino Blastoma) ধরা পড়ে। সেই থেকে চিকিৎসা শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। অবশেষে ইন্ডিয়ার সংকর নেত্রালয়ের (Dr. Vikas Khetan) তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়। ২০১০ সালের জানুয়ারী থেকে ২০১৪ পর্যন্ত জমি বিক্রয় করে ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে প্রায় ৪০ লক্ষ টাকা সংগ্রহ করে ব্যয় করা হয়েছে। কিন্তু কিচ্ছু লাভ হয়নি। বাম চোখটি তুলে সেখানে পাথর বসিয়ে দেওয়া হয়েছে। ডান চোখটিও যায় যায় অবস্থা। সেটি ভালো রাখতে আরো ২০ লক্ষ টাকা প্রয়োজন।
আফরিনের বাবা একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমান্য চাকুরী দিয়ে তিনি অনেক দুর এগিয়েছেন কিন্তু সফল হতে পারেননি। এখন একরাশ কান্না নিয়ে আপনাদের কাছে সহযোগিতার জন্য হাত পেতেছেন। তার মেয়ের ডান চোখের আলোর জন্য। সবার সহযোগিতাই এখন শেষ ভরসা। আফরিনের চোখের আলো ফিরিয়ে দিতে এদেশের ১৬কোটি মানুষের কাছে ২০ লক্ষ টাকা সংগ্রহ করা কি খুবই কঠিন হবে???
আসুন মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের ছোট ছোট সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিই.....আমি শুরু করেছি। আপনিও শুরু করুন।
কিভাবে শুরু করবেন? আগে আপনি দান করুন। সেটা হতে পারে ১০,২০ অথবা ৫০ টাকা। তারপর প্রিয় বন্ধুর কাছ থেকে নিন, তারপর বড় ভাইয়ের কাছ থেকে তারপর অন্যকোন পরিচিত জনের কাছে । দেখবেন এই ক্ষুদ্র ক্ষুদ্র সংগ্রহ একটা বড় এমাউন্ট হয়ে দাড়াবে। আমরা সবাই মিলে যদি চাই আফরিনের চোখে আলো ফিরবেই!!!!!!