Hilltract Aid 2017 (1) - Longdu, Rangamati, Chittagong
Amount distributed: 60,000 Bangladeshi Taka (approx. 750 US Dollars) Program: Natural Disaster AidProject: Hilltract Aid 2017 Recipients: Deprived and tortured families in Longdu, Rangamati (about 220 families) Date: July 15, 2017 Distributors: Bijoy S Talukder (MMJ Foundation volunteer) Probir Chowdhury (Bijoy's friend) Samiran Barua (Bijoy's friend) A note/report received from our volunteer Bijoy Talulker regarding this distribution: মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষে থেকে রাংগামাটি জেলার লংগদুতে অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয় ১৫ জুলাই ২০১৭ (শনিবার)। ১৪ জুলাই রাংগামাটি গিয়ে তারপরের দিন লঞ্চে করে যাত্রা করে দীর্ঘ ৪ ঘন্টার ভ্রমণ শেষে লংগদু পৌছে ত্রাণ কমিটিকে এ সহায়তা প্রদান করা হয়।কমিটির সদস্য সচিব মানিক কুমার চাকমা এ সহায়তা গ্রহণ করেন এ র মধ্যে উপস্থিত কিছু পরিবারকে (প্রায় ১৫ পরিবার) সহায়তা প্রদান করা হয়। বাকি পরিবার সমূহকে কমিটি প্রদান করবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ২২০। আমাদের ফিরতি লঞ্চ ছিল পৌছার ঠিক ২ ঘন্টা পরই। তাই সব পরিবারকে হাতে হাতে এত অল্প সময়ে বিতরণ কঠিন বিধায় কিছু পরিবারকে আমাদের উপস্থিতিতে প্রদান করে বাকি পরিবারকে প্রদান করার দায়িত্ব কমিটিকে প্রদান করা হয়। ত্রাণ কমিটির আহবায়ক মণি শংকর চাকমা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের পক্ষ থেকে আমার সাথে প্রবীর চৌধুরী ও সমীরণ বড়ুয়া সহযাত্রী ছিলেন। মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের কাজ সম্পর্কে তাদের অবহিত করা হয় এবং ব্যানারটি আরো অন্যান্য সংঘটনের ব্যানারের সাথে সেখানে টাংগিয়ে দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত বাড়ি সমূহ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলি। এ এক করুণ ও বিভৎস্য দৃশ্য। দু'শতাধিক বাড়ি সম্পূর্ণ পুড়ে দেওয়া ও আরো শতাধিক আংশিক পুড়িয়ে দেওয়া ও লুটপাট করা কোন সাধারণ ঘটনা নয়। এত অল্প সময়ে সব পরিদর্শন করাও সম্ভব হয়নি। যা দেখেছি তাতেই আমরা শিহরিত ও ক্ষুব্ধ হয়ে উঠি। যাই হোক দুপুরের আহার গ্রহণের পর আবার দীর্ঘ চার ঘন্টা লঞ্চ যাত্রা করে রাংগামাটি পৌছে আবার তিন ঘন্টা টেক্সী ও বাসে করে চট্টগ্রাম পৌছি। ভ্রমণটি কষ্টকর হলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারার আনন্দে আমরা এক চমৎকার সময় কাটিয়েছি। মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এরকম মহতী উদ্যোগে আমাদের সারথী করার জন্যে।